হেগ: আন্তর্জাতিক অপরাধ আদালত লিবিয়ার প্রেসিডেন্ট কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার জন্য এবং নিরীহ জনগণের উপর বলপূর্বক আক্রমন করার দায়ে গাদ্দাফির বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃপক্ষ।
মুয়াম্মার গাদ্দাফি ছাড়াও গাদ্দাফির দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। এদের মধ্যে একজন গাদ্দাফি পুত্র সাঈফ আল ইসলাম এবং অন্যজন দেশটির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সানুশি।
ধারণা করা হয়, ইতোমধ্যে লিবিয়াতে চলমান সংঘর্ষে কয়েক হাজার নীরিহ মানুষ মারা গেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান বিচারক সানজি মোনাগেং বলেন, ‘কর্ণেল গাদ্দাফি এবং তার পুত্র যে লিবিয়ায় সংঘঠিত হত্যাকা-ের জন্য দায়ি এর যথেষ্ট প্রমানাদি আমাদের হাতে আছে। ’
গত মে মাসেই আইসিসি’র বিচারপতি লুইস মরেনো অকাম্পো আইসিসির কাছে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য অনুরোধ করেছিলেন।
লুইস মরেনো বলেন, ‘গাদ্দাফি নিজে নীরিহ মানুষ হত্যাকা-ের নির্দেশ দিয়েছেন। আদালতের কাছে এর যথেষ্ট প্রমান আছে। ’
গাদ্দাফির বিরুদ্ধে করা গ্রেপ্তারি পরোয়ানাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘গাদ্দাফি কেন সকল বৈধতা হারাবে না এবং কেনইবা তার এখনই সরে যাওয়া উচিত এবিষয়েই স্পষ্ট করে গ্রেপ্তারি পরোয়ানায় লেখা আছে। ’
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৭ জুন, ২০১১