ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফির বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, জুন ২৭, ২০১১
গাদ্দাফির বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা

হেগ: লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সোমবার তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আইসিসি কর্তৃপক্ষ জানিয়েছে।

আদালত বলেছে, লিবিয়িাতে চলমান বিদ্রোহে আন্দোলনকারীদের তিনি হত্যার নির্দেশ দিয়েছেন।

আইসিসি গাদ্দাফির দুই প্রধান সহচর তার ছেলে সাইফ আল ইসলাম এবং গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সানুছির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ান জারি করেছে বলে জানা গেছে।

লিবিয়াতে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিদ্রোহে এ যাবত সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়।

এদিকে গাদ্দাফির বিরোধী সশস্ত্রবাহিনী সোমবার জানিয়েছে,  রাজধানী ত্রিপোলিতে তারা বড় ধরনের হামলা চালিয়েছে। এছাড়া গাদ্দাফির কৌশলগত শহর বির আল ঘানামের নিকটে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলেও তারা জানিয়েছে।

বিদ্রোহীদের গঠিত অস্থায়ী সরকারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বিদ্রোহীরা পূর্ব প্রান্ত থেকে রাজধানী ত্রিপোলির দিকে অনেকখানি অগ্রসর হতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।