কাবুল: আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল কাদির ফিতরাত গত সোমবার পদত্যাগ করেছেন। খবর বিবিসি
কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তি মালিকানাধীন কাবুল ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে সরকার হস্তক্ষেপ করায় তার জীবন বিপদের সম্মুখীন।
তিনি আরও জানান, আফগান সরকার এ ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য তাকে চাপ দিচ্ছে।
প্রেসিডেস্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর অবশ্য বলছেন অন্য কথা।
তিনি বলেন, ‘ফিতরাতের পদত্যাগ প্রতারণার সামিল। কারণ ফিতরাত নিজেও এ অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তাধীন রয়েছেন। ‘
কাবুল ব্যাংকের এ ধরনের অর্থ আত্মসাতের কারণে গত বছর ব্যাংকটি ব্যাপক ধসের সম্মুখীন হয়।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর মাসে কোনও জামানত ছাড়াই ব্যাংকটি অবৈধভাবে শত শত কোটি টাকা ঋণ দেওয়ায় এ ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট কারজাই ঘটনাটি তদন্ত করা হবে বলে আগেই জানিয়েছিলেন।
ফিতরাত বলেন, ‘আমি আশা করেছিলাম কাবুল ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের নাম তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু তার পরিবর্তে এটা আমার জন্য আরও বিপদ বয়ে আনে। ’
বর্তমানে যুক্তরাষ্ট্র বসবাসরত ফিতরাত আরও বলেন, ‘আমি যখন পার্লামেন্টে এ ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনের নাম প্রকাশ করেছিলাম, তখন আমার জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে। ’
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আত্মীয়-স্বজন এমনকি তার ভাই মাহমুদ কারজাইও এ অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানান।
গত বছর মে মাসে আফগানিস্তানের দুর্নীতি দমন অফিস তাদের এক রিপোর্টে জানায়, কোনও ধরনের প্রমাণ বা জামানত ছাড়াই কাবুল ব্যাংক প্রায় ৪৬৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়।
এ রিপোর্ট প্রকাশের পরেই বিষয়টি আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করছিল।
এ পরিস্থিতিতে ফিতরাত আর অফগানিস্তানে ফিরবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১১