ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে ৯০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
গ্রিসের উপকূলে ৯০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে প্রায় নয়শ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি টহল জাহাজ। বুলগেরিয়ান ওই জাহাজটি লেসবসের মাইতিলেনে বন্দর থেকে তুর্কি উপকূল পর্যন্ত টহলের দায়িত্বে নিয়োজিত।



ইইউ সীমান্ত সংস্থা ফ্রনটেক্স জানিয়েছে, শীতে খারাপ আবহাওয়ার কারণে সাগরে ডুবে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর হার কমাতে ২৮ জাতির এই জোট টহলের সিদ্ধান্ত নিয়েছিল। এরই অংশ হিসেবে বুলগেরিয়ান ওই জাহাজটি নির্ধারিত রুটে নিয়মিত টহল দিয়ে থাকে।

উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফ্রনটেক্স।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।