মোগাদিসু: যুদ্ধ এবং বন্যার কারণে সোমালীয়রা সীমান্ত অতিক্রম করে পাশ্ববর্তী দেশ কেনিয়াতে শরণার্থী হিসেবে চলে যাচ্ছে।
সেইভ দ্যা চিলড্রেন নামের একটি আন্তর্জাতিক সংস্থা বলছে, ‘প্রতিদিন প্রায় ১৩শ সোমালীয় দেশ ছেড়ে কেনিয়াতে চলে যাচ্ছে।
প্রতি মাসে যে পরিমান মানুষ শরণার্থী হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে তা গত পুরো বছরের চলে যাওয়ার সংখ্যার চেয়ে দ্বিগুন বলেও জানায় তারা।
শরণার্থী হিসেবে যাওয়া শিশুরা বেশিরভাগই অপুষ্টি, পানিশূণ্যতা এবং বিভিন্ন রোগে আক্রান্ত।
সোমালিয়ার ইসলামী আল শাহবাব গ্রুপ এবং দেশটির সরকারের মধ্যে চলমান সংঘর্ষের কারণে বিপুল সংখ্যক সোমালিয়ান জনগোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে পাশ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিনিধি দলের মতে, ‘চলমান সহিংসতা এবং বন্যার প্রাদুর্ভাবের কারণে ১ লাখ ১৭ হাজার ৪শ সাতানব্বই জন সোমালিয়ার সীমান্ত অতিক্রম করে ইথিওপিয়াতে চলে গেছে। এদের মধ্যে ৩১ হাজার শরণার্থী শুধুমাত্র গত পাঁচ মাসেই দেশ ছেড়ে চলে গেছে। ’
জাতিসংঘের খাদ্য কর্মসূচীর পরিসংখ্যাণ মতে, ‘২৫ লাখ সোমালীয় চলমান বন্যায় আক্রান্ত। এদের ভেতর ৫৮ শতাংশ মানুষই দেশটির দক্ষিণাংশে বাস করছে। ’
‘আমরা সোমালিয়ার দক্ষিণাংশে কাজ করতে পারছিনা কারণ ওই অংশ পুরোপুরি নিয়ন্ত্রন করে আল শাহবাব। ওখানে কাজ করতে গেলে আমাদেরকে হুমকি দেয়া হয় বলে জানায় জাতিসংঘের খাদ্য কর্মসূচীর একজন কর্মকর্তা। ’
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৮ জুন, ২০১১