ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরও পরমাণু স্থাপনা নির্মাণ করা হবে: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১
আরও পরমাণু স্থাপনা নির্মাণ করা হবে: গিলানি

ইসলামাবাদ: পাকিস্তান আরও পরমাণু স্থাপনা নির্মাণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ।

দেশটি তার বর্ধিত জ্বালানি চাহিদা পূরণ এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।



আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরমাণু নিরাপত্তা চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তান এ পরমাণু শক্তি উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এক স্বাক্ষাৎকারে গিলানি পাকিস্তান এসোসিয়েটেড প্রেসকে জানান, ‘দেশের বর্তমান মারাত্বক জ্বালানি ঘাটতির প্রেক্ষিতে দেশের স্বার্থেই পরমাণু শক্তি স্থাপনা নির্মাণ ও তার কর্যক্রম চালিয়ে যাওয়া পকিস্তানের জন্য অপরিহার্য। ’

গিলানি বলেন, ‘২০৩০ সালের ভেতর সামঞ্জস্য রেখে পরমাণু শক্তি কমিশনের ৮৮০০ মেগাওয়াট আনবিক শক্তি উৎপাদনের কথা আছে এবং এই লক্ষ মাত্রা অর্জনে ২০৩০ সালের ভেতর আরও পরমাণু স্থাপনা নির্মান করা হবে। ’

বাংলাদেশ সময় ১৬০০ ঘন্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।