লন্ডন: মানবাধিকার বিষয়ে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে হুশিয়ারি জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
সম্প্রতি লন্ডনে আয়োজিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমলোচনা করলে তার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন এ চীনা নেতা।
জিয়াবাও আরও বলেন, ‘মানবাধিকার বিষয়ে চীন ও যুক্তরাজ্য একে অন্যকে সন্মান দেখাবে এটাই হওয়া উচিত। এ বিষয়ে একজন আরেকজনের ভুল নিয়ে সমালোচনা না করে বরং পারস্পারিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমস্যার সমাধান সম্ভব। ’
অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন বলেন, ‘আমাদের দুদেশের মধ্যে কোনো বাণিজ্যিক অস্থিতিশীলতা নেই। বানিজ্য অথবা মানবাধিকার কোনো বিষয়েই আমাদের ভেতর কোনো মতানৈক্য নেই। ’
ব্রিটেন এবং চীন এমনই শক্ত সম্পর্কে আবদ্ধ যে, আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সকল সমস্যার সমাধান সম্ভব এবং তাতে বাড়াবাড়ি করার মত কিছু নেই বলেও মন্তব্য করেন ডেভিড ক্যামেরুন।
উল্লেখ্য, গত বছর চীনে এক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনের মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন এবং সংবাদ সম্মেলনে তিনি চীনের মানবাধিকার লঙ্ঘনকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেন।
তবে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তাদের দেশে এখনও অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে স্বীকার করে তা সমাধানের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান।
বাংলাদেশ সময় ১৯২০ ঘন্টা, জুন ২৮, ২০১১