ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুচির চরিত্রে রূপদানকারী শিল্পীকে কালো তালিকাভুক্ত করল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১১
সুচির চরিত্রে রূপদানকারী শিল্পীকে কালো তালিকাভুক্ত করল মিয়ানমার

ইয়াঙ্গুন: মিয়ানমারের সেনাশাসিত সরকার হলিউড অভিনেত্রী মিশেল ইয়োকে কালো তালিকাভুক্ত করেছে। মিশেল মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচিকে নিয়ে নির্মাণাধীন একটি সিনেমায় অভিনয় করেছেন।

সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সুচীর জীবনী ভিত্তিক ‘দ্য লেডি’ নামের ওই ছবিটি ছবিটি এ বছরের শেষদিকে মুক্তি পাবে। নোবেল পুরস্কার প্রাপ্ত একটি গল্প  থেকে এই সিনেমাটি বানানো হয়েছে।  

একজন সরকারি কর্মকর্তা জানান,  মালয়েশিয়ান বংশোদ্ভূত ওই অভিনেত্রী ২২ জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে যান। ওই দিনই তাকে ইয়াঙ্গুন ছাড়তে বাধ্য করা হয় এবং কারণ হিসেবে বলা হয় তিনি কালো তালিকাভুক্ত।

এ বিষয়ে বলার জন্য তিনি কোন কর্তৃপক্ষ নন দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তিনি জানেন না কেন তাকে (মিশেল) কালো তালিকাভূক্ত করা হয়েছে।     

সুচির মুখপাত্র নিয়ান উয়িন মিশেলের কালো তালিকাভূক্তি এবং ইয়াঙ্গুন ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানান নি।

মিশেল ডিসেম্বরে মায়ামমারে আসেন এবং ছবির চরিত্রের প্রয়োজনে সুচির সঙ্গে কয়েকদিন কাটান।  

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সূচি (৬৬) গত দুই দশক সামরিক জান্তার অধীনে কারাগারে কাটিয়েছেন। সুচি গত বছর একটি সাজানো নির্বাচনকে সামনে রেখে মুক্তি পান। তিনি যদিও ওই নির্বাচন বয়কট করেন। দেশটির সামরিক জান্তা ১৯৬২ সাল থেকে ক্ষমতায় আছেন। গতবছর নির্বাচন উপলক্ষে জান্তা সরকার যদিও পদত্যাগ করেন। তবুও তার সমর্থনপুষ্ট দল এখন ক্ষমতায় আসীন। তিনিই পেছন থেকে এর কলকাঠি নাড়েন।

উল্লেখ্য, মিয়ানমারেই পৃথিবীর দীর্ঘতম সামরিক শাসন চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।