ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জুলাই-আগস্টে মহাকাশে বানর পাঠাবে ইরান

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১১
জুলাই-আগস্টে মহাকাশে বানর পাঠাবে ইরান

তেহরান: আগামী জুলাই-আগস্টের দিকে মহাকাশে বানর পাঠাবে ইরান।

ইরানের মহাকাশ সংস্থা আইএস-এর প্রধান হামিদ ফাজেলি জানান, মহাকাশে পাঠানোর জন্য বর্তমানে পাঁচটি বানরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।



তিনি বলেন, ‘ইরানের তৈরি কাভেশগার বা অভিযাত্রী-ফাইভ নামের রকেটের মাধ্যমে মহাকাশে বানর পাঠানো হবে। ’

রকেট উৎক্ষেণের সময় খুব চাপ ও শব্দের সৃষ্টি হয় তা সহ্য করার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে কাভেশগার-ফাইভের গঠন প্রক্রিয়ার কিছু কিছু রদবদল করা হয়েছে। পরীক্ষামূলকভাবে যে কাভেশগার পাঠানো হয়েছিল তার চেয়ে অনেক বেশি গতি সৃষ্টির জন্য কাভেশগার ফাইভে তরল জ্বালানি ব্যবহার করা হবে। এ ছাড়া, কাঠামোগত দিক থেকে কাভেশগারের সঙ্গে ইরানের তৈরি প্রথম রকেট উমিদ বা আশার সাদৃশ্য রয়েছে।

২০০৯ সালে সবপ্রথম উমিদকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল।

গত ২০ জুন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ঘোষণা করেছিলেন, নানা ধরণের কৃত্রিম উপগ্রহ প্রেরণের প্রযুক্তি অর্জন করেছে ইরান। ইরান অদূর ভবিষ্যতে বিশালাকায় উপগ্রহ উৎক্ষেপণ করবে এবং এ ধরণের উপগ্রহকে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উর্দ্ধাকাশের কক্ষপথে স্থাপন করা হবে।

গত ফেব্রুয়ারি মাসে মহাকাশে জীবিত প্রাণি বহনের উপযোগী ক্যাপসুলের উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। এ ছাড়া একই মাসে কাভেশগার ফোরসহ ইরানের তৈরি আরও তিনটি কৃত্রিম উপগ্রহের উদ্বোধন করেন তিনি

২০১৯ সালের মধ্যে প্রথম মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ইরান ।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।