ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাবুলে তালেবান হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জুন ২৯, ২০১১
কাবুলে তালেবান হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১০

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তালেবান জঙ্গিরা আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। খবর এপি।



বুধবার কাবুলের পুলিশ প্রধান জেনারেল মো. আইয়ুব সালাঙ্গি জানান, তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চার ঘণ্টারও বেশি সময় ধরে প্রচণ্ড বন্দুক যুদ্ধ হয়। এতে ১০ আফগান বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের বেশিরভাগই হোটেল কর্মচারী।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তালেবান জঙ্গিরা হোটেলে হামলা চালায়।

হামলার সময় আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গি নিহত হয়। নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে হোটেলের ছাদে জঙ্গিদের লক্ষ্য করে গুলি করে। এতে ওই তিনজন নিহত হয়।

এই হামলায় দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, রাত ১০টার দিকে তারা এই হামলা চালায়।

এনডিটিভি জানায়, ছদ্দবেশী পাঁচ তালেবান জঙ্গি হোটেলে ঢুকে অতর্কিত হামলা চালায়।

প্রথমে এক জঙ্গি তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য জঙ্গিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে।

আজিজুল্লাহ নামে একজন আফগান পুলিশ কর্মকর্তা জানান, তিনি অন্তত দু’জন আত্মঘাতি জঙ্গিকে হামলা চালাতে দেখেছেন।

আফগানিস্তান জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের একটি সূত্র জানায়, ছদ্দবেশী পাঁচ তালেবান জঙ্গি হোটেলের বাইরে দুটি নিরাপত্তা চৌকি অতিক্রম করে। এর পর জঙ্গিরা গুলি করতে করতে হোটেলের লবিতে ঢুকে পড়ে।

জওয়িদ নামের এক বর্ডার পরিবার নিয়ে হোটেল থেকে পালিয়ে বেঁচেছেন। তিনি জানান, অবস্থা বেগতিক দেখে তিনি দোতলার জানালা দিয়ে লাফিয়ে পরিবার নিয়ে পালাতে সক্ষম হন। তার ভাষায়, ‘প্রচ- গোলাগুলি চলছিল। হেটেলের রেস্টুরেন্ট ছিল কানায় কানায় পূর্ণ। ’

বিলাসবহুল এই হোটেলটি ‘ইন্টারকম’ নামে বেশি পরিচিত। ষাট দশকে এই হোটেলটি যখন নির্মিত হয় তখন আফগানিস্তানে আন্তর্জাতিক মানের আর কোনো হোটেল ছিল না। এখানে দু’শটি কক্ষ আছে। ২০০১ সালে আক্রমণের সময় থেকে পশ্চিমা সাংবাদিকরা এটি ব্যবহার করছে।

২০০৩ সালে ২৩ নভেম্বর হোটেলটির জানালা কাছে এখানে রকেট বিস্ফোরিত হয়েছিল। তবে সেসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটি অভিজাত হোটেল। বিশিষ্ট আফগান নাগরিক এবং বিদেশি অতিথিরাই আসেন এখানে।

হোটেলটি কাবুলে একটি পাহাড়ের উপর অবস্থিত। এটি খুবই সুরক্ষিত। ব্যাপক নিরাপত্তা বেস্টনি ভেদ করে তালেবান জঙ্গিরা কীভাবে হোটেলটিতে হামলা চালালো এই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে।

ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে আত্মঘাতি পাকিস্তানি জঙ্গি হামলার সঙ্গে আফগানিস্তানের এই হোটেলে হামলার মিল খুঁজে পেয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।