ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই: মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ২৯, ২০১১
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই: মনমোহন

নয়াদিল্লি: ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হলে কোনো আপত্তি নেই বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তবে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে এমন কোনো আলোচনা এই মুহূর্তে হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।



বুধবার পাঁচটি সংবাদপত্রের সম্পাদকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মনমোহন সিং।

সভায় তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধীকে লোকপাল হিসেবে নিয়োগ দিতে আমার কোনো দ্বিধা নেই। ’ প্রধানমন্ত্রীর কার্যালয় লোকপালের (ন্যায়পাল) পর্যবেক্ষণে নিতেও তার কোনো আপত্তি নেই। তবে মন্ত্রিপরিষদেও অনেকেই মনে করছেন এতে করে অস্থিতিশীলতা তৈরি হবে।
 
লোকপাল নিয়োগ নিয়ে মনমোহন আরও বলেন, ‘সরকার ঐক্যমতের ভিত্তিতে লোকপাল নিয়োগের পথ খুঁজছে। আমাদের একজন যোগ্য লোকপাল দরকার কিন্তু এটাও সত্যি লোকপাল নিয়োগই সব সমস্যার সমাধান নয়। ’

গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশের গণমাধ্যমগুলো একাধারে অভিযোগকারী, আইনজীবি এবং বিচারক। ’

প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, অফিসে আঁড়ি পাতার ঘটনাটি অর্থমন্ত্রী প্রণব মুখার্জি তাকে জানিয়েছেন। তিনি গোয়েন্দা সংস্থাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্যও নির্দেশ দিয়েছেন বলেও জানান।

দুর্নীতির বিরুদ্ধে রামলীলাতে অনশনকারী যোগগুরু রামদেবের ওপর পুলিশি হামলা প্রসঙ্গে মনমোহন বলেন, ‘বিষয়টি দুর্ভাগ্যজনক কিন্তু এছাড়া আর উপায় ছিলো না। ’

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী দূর থেকে সরকারকে প্রভাবিত করছেন সংবাদমাধ্যমে এমন খবরের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তার কাছ থেকে সর্বোচ্চ সহায়তা পাচ্ছি। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে চমৎকারভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ’

মন্ত্রিসভা পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে মনমোহন সিং বলেন, ‘তবে মন্ত্রিসভা সম্পূর্ণভাবে পুনর্গঠিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ২৯ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।