ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুচিকে রাজনীতি করতে না দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০১১
সুচিকে রাজনীতি করতে না দেওয়ার হুমকি

নাইপিদো: গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এবং তার দলের সব ধরনের রাজনৈতিক কর্মকা- বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে মিয়ানমার সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ সতর্কবার্তা প্রচার করেছে।


 
খবরে জানা যায়, সুচির কাছে পাঠানো এক পত্রে তাকে এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারম্যান অং শুয়েকে রাজনৈতিক কর্মসূচি পালনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে সরকার।

মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রাজনৈতিক কার্যালয় খোলা রেখে এবং সভা-সমাবেশের আয়োজন করে সুচির দল আইন ভঙ্গ করছে।

মিয়ানমারের নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী সুচি ২০ বিশ বছর কারাভোগ করার পর গত বছরের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুিক্ত পান। সাধারণ নির্বাচন সামনে রেখে তাকে মুক্তি দেওয়া হয় তবে সুচি ওই নির্বাচন বর্জন করেন। নির্বাচনের জন্য সুচির দল এনএলডি নিবন্ধন করতে রাজি না হওয়ায় দলটিকে সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

মিয়ানমারের পত্রিকা নিউলাইটে বলা হয়েছে, সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে সুচির রাজনৈতিক দলকে সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন করাতে হবে।

এতে আরো বলা হয়, যদি তারা কার্যকর গণতন্ত্র চর্চা করতে চান তাহলে দেশে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মসূচি পরিহার করতে হবে।

গৃহবন্দিত্ব থেকে মুিক্তর পর সুচি রেঙ্গুনেই অবস্থান করছেন। তবে সম্প্রতি দলের সর্মথকদের সঙ্গে সাক্ষাত করার জন্য সারা দেশ সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রের এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, সুচির এ ধরনের সফর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুচি সাধারণ নাগরিক কাজেই তার চলাফেরার ওপর কোনো বিধিনিষেধ আরো করা হবে না। কিন্তু তাকেও দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।