ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার সব বিশ্ববিদ্যালয় ১০ মাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১১
উ. কোরিয়ার সব বিশ্ববিদ্যালয় ১০ মাস বন্ধ ঘোষণা

পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার সব বিশ্ববিদ্যায়ল ১০ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি সচল করার লক্ষ্যে এই সময়ে এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কারখানায়, কৃষিকাজে এবং নির্মাণ খাতে কাজ করবে।



কমিউনিস্ট সরকার দেশবাসীর উদ্দেশে বলেছে, উত্তর কোরিয়া নামক এই অনন্য রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১২ সালের মধ্যে উত্তর কোরীয়দের একটি মহান, সমৃদ্ধশালী এবং শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

সরকারের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহ আগামী এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই নিয়ম বিদেশি ছাত্রদের এবং যারা কয়েক মাসের মধ্যে স্নাতক সম্পন্ন করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রাষ্ট্রীয় এই নির্দেশে আরো বলা হয়, ছাত্রদের বড় বড় শহরে নির্মাণাধীন প্রকল্পগুলোতে কাজ করতে হবে। পাশাপাশি দরকার হলে দেশটিতে সম্প্রতি তাইফুনে (সামুদ্রিক ঝড়) ক্ষতিগ্রস্ত কৃষিখাতের পুনর্গঠনের জন্যও তাদের কাজ করতে হবে।

তাছাড়া বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং ইল আগামী ফেব্রুয়ারিতে ৭০ বছরে পা দেবেন। আশা করা হচ্ছে এদিন উত্তরাধিকারী  হিসেবে ছেলে কিম জং উনের কাছে ক্ষমতা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি জাতি তিনি হস্তান্তর করতে পারবেন।
 
কিন্তু জাপানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া সরকার।

টোকিওর ওয়াজেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উত্তর কোরিয়ার নেতৃত্ব নিয়ে কয়েকটি বইয়ের লেখক তোসিমিৎসু শিগেমুরা  জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সমূহে যাতে সরকার বিরোধী বিক্ষোভ না হতে পারে সে জন্যই এই উদ্যোগ।

তিনি আরো বলেন, সরকার সম্প্রতি আরব বিশ্বে চলমান ‘জেসমিন বিপ্লব’ দেখে ভয় পেয়ে এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।