ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসে ব্যয় সংকোচন নীতি সংসদে পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, জুন ২৯, ২০১১
গ্রিসে ব্যয় সংকোচন নীতি সংসদে পাস

এথেন্স: ঋণভারে জর্জরিত গ্রিসে অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যয় সংকোচন নীতি সংসদে পাস হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি অনুযায়ী বুধবার সংখ্যা গরিষ্ঠ সংসদ সদস্যরা এই নীতিতে ভোট দিয়েছেন।



পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে নীতিটির পক্ষে ভোট পড়েছে ১৫৫ এবং বিপক্ষে পড়েছে ১৩৮টি। তবে দুজন সংসদ সদস্য ভোট দানে বিরত থাকেন।

এর ফলে গ্রিসের অর্থনীতি সংহত করতে ৩৯ হাজার ৭০০ কোটি ডলারের প্যাকেজ অনুমোদনে আর বাধা থাকল না।

তবে ভোট চলাকালে সংসদ ভবনের বাইরে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ জনগণ। এসময় পুলিশ তাদের সংযত রাখতে ব্যারিকেড দিয়ে রাখে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।