এথেন্স: ঋণভারে জর্জরিত গ্রিসে অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যয় সংকোচন নীতি সংসদে পাস হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি অনুযায়ী বুধবার সংখ্যা গরিষ্ঠ সংসদ সদস্যরা এই নীতিতে ভোট দিয়েছেন।
পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে নীতিটির পক্ষে ভোট পড়েছে ১৫৫ এবং বিপক্ষে পড়েছে ১৩৮টি। তবে দুজন সংসদ সদস্য ভোট দানে বিরত থাকেন।
এর ফলে গ্রিসের অর্থনীতি সংহত করতে ৩৯ হাজার ৭০০ কোটি ডলারের প্যাকেজ অনুমোদনে আর বাধা থাকল না।
তবে ভোট চলাকালে সংসদ ভবনের বাইরে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ জনগণ। এসময় পুলিশ তাদের সংযত রাখতে ব্যারিকেড দিয়ে রাখে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১