ইসলামাবাদ: আফগান সীমান্তে উপজাতি অধ্যুষিত এলাকায় ৪০ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জেট বিমান ও হেলিকপ্টার সহযোগে সেনা বাহিনী গত তিন দিনের অভিযানে ওই অঞ্চলে জঙ্গিদের নাস্তানাবুদ করে ছেড়েছে বলে বৃহস্পতিবার একজন সেনা কমান্ডার দাবি করেছেন।
সেনা কমান্ডার ব্রিগেডিয়ার আফতাব আহমাদ জানান, তার নেতৃত্বে একটি বাহিনী মহমান্দ প্রদেশের বাইজেই এলাকায় জঙ্গিদের ১৭টি আস্তানা ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, ‘আফগানিস্তান সীমান্তে শঙ্করি এবং মিঠাই সীমান্ত এলাকায় জঙ্গিরা প্রায়ই আমাদের চৌকিগুলোতে এবং আফগানিস্তানে যাওয়া মালবাহী ট্রাকগুলো লক্ষ্য করে হামলা চালায়। ’
মহমান্দের প্রধান শহর ঘালানাইয়ের জঙ্গি আস্তানাগুলোতে সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বাহিনী অভিযান জোরদার করেছে। উত্তর ওয়াজিরিস্তানে আল কায়েদার মিত্র জঙ্গি গ্রুপ হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষিতে পাকিস্তানের এ উদ্যোগ।
বাইজাইয়ে একজন সামরিক কর্মকর্তা মাকসুদ হোসাইন অভিযান ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানি বাহিনী নিহতের সংখ্যা কীভাবে নিশ্চিত করল সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
পাকিস্তানের আধা স্বায়ত্বশাসিত ৭টি উপজাতীয় জেলার মধ্যে মহমান্দ একটি। এ অঞ্চলে তালেবান এবং আল কায়েদার মিত্র জঙ্গি গোষ্ঠীগুলো নিরাপদে অবস্থান করে এবং এখান থেকেই তারা পাকিস্তান, আফগানিস্তান ও পশ্চিমের বিভিন্ন টার্গেটে হামলার পরিকল্পনা আঁটে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১১