ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুন ৩০, ২০১১
চীনে বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন

ঢাকা: চীন পৃথিবীর দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছে বৃহস্পতিবার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের মতে, জিয়াওঝাউ উপসাগরীয় এলাকায় নির্মিত এ সেতুটির দৈর্ঘ্য ২৬ দশমিক ৪ মাইল এবং এর নির্মাণে ব্যয় হয়েছে কমপক্ষে ১৫০ কোটি মার্কিন ডলার।



জিয়াওঝাউ নাম রাখা ব্রিজটি দৈর্ঘ্যে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নির্মিত লেক পন্টচারট্রেন ব্রিজের চেয়েও আড়াই মাইল বড়। সেতুটি চীনের হোয়াংদাও দ্বীপকে পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ের সঙ্গে যুক্ত করবে।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, ১১০ ফুট চওড়া সেতুটি নির্মাণে খরচ হয়েছে ১০০০ কোটি ইউয়ান (১৫০ কোটি মার্কিন ডলার)। তবে জিনহুয়া সংবাদ সংস্থার মতে, এ সেতুর নির্মাণ ব্যয় কমপক্ষে ২৩০ কোটি ডলার। আর যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকার রিপোর্টে বলা হয়েছে এর ব্যয় ৮৮০ কোটি ডলারের চেয়েও বেশি।

পাঁচ হাজার পিলারের ওপর নির্মিত এবং ভূমিকম্প ও টাইফুন সহনশীল ব্রিজটি নির্মাণে সময় লেগেছে চার বছরের বেশি ।

পানির ওপরে নির্মিত পৃথিবীর দীর্ঘতম সেতুর শিরোপাটা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নির্মিত লেক পন্টচারট্রেন ব্রিজের দখলে।

টেলিগ্রাফ পত্রিকার মতে এ ব্রিজটি দিয়ে দৈনিক ৩০ হাজারের বেশি গাড়ি আসা-যাওয়া করবে। এটি নির্মাণে সাড়ে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৬৫টি আইফেল টাওয়ার বানানো যাবে। এছাড়া কনক্রিট লেগেছে ৮ কোটি ১০ লাখ ঘনমিটার।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ৩০ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।