টোকিও: জাপানের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপেক্ষ ৭ জন আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি।
টোকিওতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৬ মিনিটে নাগানো অঞ্চলের কিছু এলাকাজুড়ে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এলাকাটি টোকিও থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
মহানগর কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে নাগানোর মাৎসুমোতো দূর্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরের দেয়াল ভেঙ্গে পড়েছে।
আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বে সংঘটিত ৬ বা তার অধিক মাত্রার ভূমিকম্পের শতকরা ২০ ভাগই হয় জাপানে। গত ১১ মার্চ দেশটির উত্তরপূর্ব উপকূলে ৯ মাত্রার একটি ভূমিকম্প হয় যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক। ওই ভূমিকম্পের পরপরই এক ভয়াবহ সুনামিতে জাপানের উত্তরপূর্ব উপকূলীয় এলাকা প্লাবিত হয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০১১