ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে মুখ খুললেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জুলাই ১, ২০১১
অবশেষে মুখ খুললেন শ্যাভেজ

হাভানা: শারীরিক অসুস্থতা নিয়ে নানা জল্পনা কল্পনার পর অবশেষে নিজেই নীরবতা ভাঙ্গলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। ক্যান্সারের রূপ নেওয়া একটি টিউমার অপসারণে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।



কিউবাতে চিকিৎসা নিতে যাওয়ার পর বিষয়টি নিয়ে শুক্রবার গণমাধ্যমের সঙ্গে প্রথম কথা বললেন তিনি।

মলাশয়ে সমস্যার কারণে অস্ত্রোপচার করতে তিন সপ্তাহ আগে ভেনিজুয়েলা ছেড়ে যাওয়ার পর শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে নানা কথা শুনা যাচ্ছিল।

শ্যাভেজ বলেছেন, ‘তিনি নিশ্চিত ছিলেন তার শারীরিক অসুস্থতা তিনি কাটিয়ে উঠতে পারবেন এবং এখন তা সম্পূর্ণরুপে সেরে উঠার পথে রয়েছে। ’
 
তার এই অনুপস্থিতির কারণে গত বুধবার ভেনিজুয়েলায় একটি জরুরি আঞ্চলিক বৈঠক ডাকা হয়েছিল।

তিনি কিউবা যাওয়ার পর কোনো কারণে বিষয়টি নিয়ে গোপনীয়তা অবলম্বন করে ভেনিজুয়েলা এবং কিউবা কর্তৃপক্ষ। এ নিয়ে পশ্চিমে ব্যাপক জল্পনা- কল্পনা হয়েছে।

অবশেষে শ্যাভেজ নিজেই তার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিলেন।

তবে সম্পূর্ণ সুস্থ্য হতে আরো কতোদিন কিউবাতে থাকতে হবে সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি শ্যাভেজ। তবে সবাই আশা করছে আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরতে পারবেন। এদিন ভেনিজুয়েলা তার স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদ্যাপন করবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।