ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া: হামার গভর্নরকে অপসারণ করলেন বাশার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জুলাই ২, ২০১১
সিরিয়া: হামার গভর্নরকে অপসারণ করলেন বাশার

হামা: সিরিয়াতে সরকার বিরোধী বিদ্রোহের অন্যতম কেন্দ্রস্থল হামার গভর্নরকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার শহরটিতে ব্যাপক বিক্ষোভের পরদিন শনিবার তাকে অপসারণ করা হলো।



সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার জানানো হয়, হামার গভর্নর আহমাদ খালেদ আবদেল আজিজের অপসারণ সংক্রান্ত নির্দেশ নামায় প্রেসিডেন্ট সাক্ষর করেছেন।

সিরিয়াতে বিক্ষোভ শুরুর পর গতকাল শুক্রবারের বিক্ষোভে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এদিন সারা দেশে প্রায় লাখ খানেক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। শুধু হামাতেই ১০ হাজারেও বেশি মানুষ বিক্ষোভ দেখায়। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৪ জন নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।

মধ্য মার্চে সিরিয়াতে বিক্ষোভ শুরুর পর এযাবত এক হাজার ৩৫০ জন বেসামরিক মানুষ এবং ৩শ ৫০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা।

শনিবার হামা ছাড়াও রাজধানী দামাস্কাস, আলেপ্পো, লাতাকিয়া এবং হোমসে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম প্রদেশ ইদলিবে। বিক্ষোভে সেনারা হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।