নিউইয়র্ক: গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর আবারো রাজনীতিতে ফিরতে পারেন আইএমএফ সাবেক প্রধান দোমিনিক স্ত্রস কান। ফ্রান্সে তার রাজনৈতিক মিত্ররা শনিবার এ কথা বলেছে।
যুক্তরাষ্ট্রে এক হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে স্ত্রস কানের বিচার চলছে। আদালতের নির্দেশে তিনি গৃহবন্দি ছিলেন। কিন্তু পরবর্তীতে অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় শুক্রবার আনুষ্ঠানিক জামিন ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়।
গত ১৪ মে নিউইয়র্কে ওই ঘটনার পর ধারণা করা হয়েছিল ফ্রান্সে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে তিনি ছিটকে পড়লেন। কিন্তু শুক্রবার আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর সে সম্ভাবনা আর রইল না।
এখন তিনি যুক্তরাষ্ট্রের সব জায়গা ভ্রমণ করতে পারবেন। যদিও যুক্তরাষ্ট্র ছাড়তে বাধা রয়েছে এবং এ মাসের শেষের দিকে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১১