ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে সরকারের সঙ্গে বিরোধী শিয়াদের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২, ২০১১
বাহরাইনে সরকারের সঙ্গে বিরোধী শিয়াদের আলোচনা

মানামা: সংকট নিরসনে শনিবার বাহরাইনে ক্ষমতাসীন সুন্নি সরকার এবং প্রধান বিরোধী শিয়াদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।  

বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফা বলেছেন, সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আলোচনায় প্রধান বিরোধী শিয়া জোট আল-ওয়েফাক অংশ নিয়েছে।

দেশটিতে একমাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলার পর সরকার এবং বিরোধীদের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। একমাস ধরে চলা ওই সরকার বিরোধী বিক্ষোভে ৩০ জনেরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে এবং শত শত সরকার বিরোধী কারাগারে আছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরকার এবং বিরোধীদের মধ্যে এই আলোচনা চলছে। বাইরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমান ঘাটি রয়েছে।

আলোচনার প্রাক্কালে বাদশা সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আনীত দমন নিপীড়নের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ চলাকালে জরুরি অবস্থা জারির পর সরকারের পক্ষে যে সৌদি সেনারা এসেছিল তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।