ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ রোববার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৯, জুলাই ৩, ২০১১
থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ রোববার

ঢাক: দীর্ঘ ৬ বছর পর থাইল্যান্ডে আজ রোববার(৩রা জুলাই) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দলগুলেঅ শনিবার শেষবারের মতো নির্বাচনী প্রচার চালিয়েছে।

গত কয়েক দশকের মধ্যে থাইল্যান্ডে সবচেয়ে ভয়াবহ সহিংসতার এক বছরের সামান্য  বেশি সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচনে বিশ্লেষকেরা মনে করছেন বর্তমান প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আর ইংলাক জয়ী হলে তিনিই হবেন দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিনকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে তিনি দুবাইয়ে বসবাস করতে শুরু করেন। দলের হাল ধরেন ছোট বোন ইংলাক। থাকসিনের পুয়ে থাই(পিটি) থেকে নির্বাচন করছেন সাধারণ নারী থেকে অসাধারণ হয়ে ওঠা এই ইংলাক।

নির্বাচন উপলক্ষে দেশজুড়ে প্রায় এক লাখ সত্তর হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত অ্যালকোহলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৪৪ বছর বয়সী ব্যবসায়ী ইংলাক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি কমপক্ষে ২৫০ আসনে জয়ী হবেন বলে দাবি করেছেন। অন্যদিকে ৪৭ বছল বয়সী বর্তমান প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা নিজেও জয়ের ব্যাপারে অনেক বেশী আশাবাদী।

উল্লেখ্য, ২০০৬ সালে এক রক্তপাতহীন  সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। দুর্নীতির দায়ে অভিযুক্ত থাকসিন জেল এড়াতে বর্তমানে দুবাইয়ে নির্বাসনে রয়েছেন। তিনি তার দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন ছোট বোন ইংলাক সিনাওয়াত্রাকে। ইংলাককে নিজের ক্লোনই মনে করেন তিনি।


বাংলাদেশ সময়: ০৫৫০ঘণ্টা, জুলাই ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।