ম্যানিলা: ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশের দাভাও শহরে বন্যায় ১৭ টি শিশুসহ কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে। দেশটির সরকারি সূত্র শনিবার এ খবর জানিয়েছে।
ফিলিপাইন ন্যাশনাল ডিজ্যাস্টার রিস্ক রিডাকশন কাউন্সিল জানায়, দক্ষিণাঞ্চলের এ শহরটির পাঙ্গি নদীর পানি ২৮ জুন রাতে দুকূল ছাপিয়ে গেলে অনেকেই ভেসে যায়। এতে রাতে ওই শহরের কিছু অংশ ১০ ফুট পানির নিচে চলে যায়। এতে পানিবন্দি হয়ে পড়ে দশলাখেরও বেশি মানুষ।
যদিও এর পরে পানি কমতে শুরু করে। আবহাওয়াবিদরা জানান, দাভাও এবং তার আশপাশে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে জুনে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে।
জুনের প্রথম দিকে মিন্দানাও শহরের কোটাবাটো এলাকায় কয়েক সপ্তাহ স্থায়ী বন্যায় ১২ জন প্রাণ হারায়।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলে মে ও জুনে পরপর আঘাত হানা কয়েকটি ঝড়ে ৪৮ জন প্রাণ হারায়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১১