ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিপুল জয়ের পথে বিরোধী দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১১
থাইল্যান্ডে বিপুল জয়ের পথে বিরোধী দল

ব্যাংকক: থাইল্যান্ডের নির্বাচনে বিপুল জয়ের পথে রয়েছে দেশটির বিরোধী দল। পাঁচ বছরের রাজনৈতিক অস্থিরতার পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ক্ষমতাচ্যুত ও দেশ থেকে বিতারিত থাকসিন সিনাওয়াত্রার দলই আবারও ক্ষমতায় ফিরছে।

নির্বাচনে বিরোধী দল পিউ থাই পার্টি ক্ষমতাসীন ডেমোক্রার্ট পার্টির বিপরীতে বিপুল ব্যবধানে জয় প্রায় নিশ্চিত হতে চলেছে।

এই জয়ের মধ্য দিয়ে থাইল্যান্ডে থাকসিনের লাল শার্ট আন্দোলন সমর্থকরা থাকসিনের বোন ইংলাক সিনওত্রাকে ক্ষমতায় আনছে।

নির্বাচনী জরিপে দেখা যাচ্ছে, সংসদের মোট ৫০০ আসনের মধ্যে পিউ থাই পার্টি পাচ্ছে ৩১৩ আসন এবং ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টি পেয়েছে ১৫২ আসন।

প্রাক-নির্বাচনী জরিপ সবসময়ই সঠিক হয় না তবে এ থেকে নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি ধারনা পাওয়া যায়। বিবিসি বলছে এ জরিপ থেকে অনেকেই নিশ্চিত হয়েছেন সিনাওয়াত্রার দলই ফিরে আসছে ক্ষমতায়।

প্রাক জরিপের ফল যখন টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছিলো তখনই সিনাওয়াত্রার দলের সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়ে। ব্যাংককে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বাড়তে থাকে সমর্থকদের ভিড়। ইংলাক সিনাওয়াত্রা একটি বিদেশি সংবাদমাধ্যমকে বলেন, আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় রয়েছি। আজ রাতেই হয়তো আপনাদের আমি আমার অনুভ’তির কথা জানাতে পারবো।

তবে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে তার এরই মধ্যে কথা হয়েছে বলে জানান ইংলাক।

তিনি বলেন, থাকসিন আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন এবং বলেছেন, এখনো অনেক পথ পারি দেওয়া বাকি রয়েছে। ’

দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনস্থল থেকে থাইল্যান্ডের একটি টেলিভিশনকে থাকসিন বলেছেন, আশাকরি সব দলই নির্বাচনের ফল মেনে নেবে, তা না হলে আমাদের দেশে শান্তি স্থাপন অসম্ভব হয়ে উঠবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।