বার্লিন: জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে রোববার জার্মানিতে শুরু হয়েছে এক আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সম্মেলন। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুতিমূলক সম্মেলন এটি।
সম্মেলনের উদ্বোধন করেন জার্মানির পরিবেশমন্ত্রী নরবার্ত রোয়েৎজেন এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মেইতে এনকোয়ানা-ম্যাশবেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দিনের শেষভাগে এই সম্মেলনে ভাষণ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শনিবারে প্রকাশিত এক সাপ্তাহিক ভিডিও বার্তায় মেরকেল কার্বন নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে একটি সমঝোতায় পৌঁছতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘২০১০ এর কানকুন সম্মেলনে অনেক দেশ এ বিষয়ে স্বেচ্ছা উদ্যোগ নেয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু তাদের সে উদ্যোগ আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট নয়। ’
তিনি আরো বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নেওয়া দরকার এবং সম্ভব হলে আইনগত বাধ্যবাধকতা আরোপ করাও দরকার। এটা হয়ত কঠিন হবে। কিন্তু এটা আমাদের করতেই হবে কারণ কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হতে বেশি দেরি নেই। ’
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১