ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন বছর বয়সেই নৈরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১১
তিন বছর বয়সেই নৈরাজ্য

লন্ডন: যুক্তরাজ্যে তিনবছরেরও কম বয়সী এক বালককে ভাংচুর করার অপরাধে  আটক করা হয়েছে। প্রায় তিন বছর বয়সী ওই বালক তার বাড়ির কাছের রাজপথে একটি গাড়ি ভাংচুর করলে পুলিশ তাকে আটক করে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বয়স কম হওয়ার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিতে সক্ষম হয়নি।

জানা গেছে, পুলিশ গত ছয় মাসে চার, পাঁচ এবং ছয় বছর বয়সী বালকদেরকে পৃথক ভাংচুরের ঘটনায় আটক করেছে।

এরপর জানুয়ারিতে ১০ বছর বয়সী তিন বালককের স্নোকারি ক্লাবে ডাকাতি করার  ঘটনায়  যুক্ত থাকায় প্রমাণ পাওয়া যায়। কিন্তু এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কর্মকর্তারা নিরাপত্তার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ কিংবা আটক করতে পারে নি।
উল্লেখ্য, ১০বছরের কম বয়সীদের দ্বারা সংঘটিত কোন অপরাধের ঘটনার  রেকর্ড করা হয়না।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।