ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩ সহকর্মীকে গুলি করে হত্যা করলেন দ. কোরীয় নৌসেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১১
৩ সহকর্মীকে গুলি করে হত্যা করলেন দ. কোরীয় নৌসেনা

সিউল: দক্ষিণ কোরিয়ায় এক নৌসেনার হাতে তিন সহকর্মী নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।
 
সোমবার রাজধানী সিউলের পশ্চিমের দ্বীপ গাংহোয়ার নৌঘাটিতে এ ঘটনা ঘটে।

এঘটনায় নিহত তিন জনসহ আহত হয়েছেন আরও দুই জন।    

সেসময় ওই কর্পোরাল গাংহোয়া দ্বীপে কর্তব্যরত ছিলেন। এই ঘটনায় শুধুমাত্র দক্ষিণ কোরীয় বাহিনীই দায়ি বলে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানান।

এ বিষয়ে আর কোনো মন্তব্য করেন নি ওই মুখপাত্র।

দেশটির বার্তা সংস্থা ইনোপ নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ‘এই ঘটনায় একজন স্টাফ সার্জেন্ট, একজন কর্পোরাল এবং একজন ল্যান্স কর্পোরাল নিহত হয়েছেন। যে গুলি করেছে সে নিজেও খানিকটা আহত। আহতদের প্রাথমিক পর্যায়ে ফার্স্ট এইড দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

২০০৫ সালে এমনই এক ঘটনায় ৮ জন সৈন্য মারা যায় এবং দুই জন সৈন্য মারাত্বক আহত হয়। সিউলের উত্তরের একটি তল্লাসি চৌকিতে একজন সৈন্য তার ঘুমন্ত সহকর্মীদের উপর গ্রেনেড চার্জ করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।

২০০৮ সালে দেশটির সেনাবহিনীর এক সদস্যের ছোড়া গ্রেনেডের আঘাতে পাঁচ জন সেনাসদস্য আহত হয়।

দক্ষিণ কোরিয়ার সকল পুরুষকেই বাধ্যতামূলকভাবে দুই বছর সেনাবহিনীতে কাজ করতে হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।