ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সরকার পরিচালনায় ইংলাক সিনাওয়াত্রার রাজনৈতিক জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জুলাই ৪, ২০১১
সরকার পরিচালনায় ইংলাক সিনাওয়াত্রার রাজনৈতিক জোট গঠন

ব্যাংকক: থাইল্যান্ডে সদ্য নির্বাচিত পিউ থাই পার্টি সরকার পরিচালনায় রাজনৈতিক জোট গঠন করেছে। দেশটির সংসদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতেই পাঁচটি পার্টির সমন্বয়ে এ জোট গঠন করা হয়েছে।



নির্বাচনের আগেই ইংলাক দেশ পরিচালনায় রাজনৈতিক জোট গঠনের কথা বলেছিলেন। তারই ধারাবাহিকতায় জয়লাভের পরপরই এই জোট গঠণ করা হলো।

নির্বাচনে মোট ৫০০ আসনের মধ্যে ইংলাকের পিউ থাই পার্টি পেয়েচে ২৬৪ টি আসন। অন্যদিকে অভিসিৎ ভেজ্জাজিভার দল ডেমোক্র্যাাট পার্টি পেয়েছে ১৬০ টি আসন।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে তিনি দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। থাকসিনের দল পিউ থাইয়ের হাল ধরেন তারই বোন ইংলাক সিনাওয়াত্রা।
 
এদিকে পরাজয়ের পর বিদায়ী প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা ডেমোক্র্যাট পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে শক্তিশালী সেনাবহিনী জানিয়েছে, ‘রোবরারের নির্বাচনী ফলাফলকেই গ্রহণ করে নেয়া হবে। ’

জেনারেল প্রাউত অংশুয়ান বলেন, ‘সেনাবাহিনী মিস ইংলাকের সরকার গঠনে কোনো প্রকার বাধা দেবে না। আমি সেনাবাহিনীর নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা এই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে রাজনীতির সঙ্গে নিজেদের না জড়ানোরই ঘোষণা দিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।