ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ১০ কংগ্রেস এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুলাই ৪, ২০১১
তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ১০ কংগ্রেস এমপির পদত্যাগ

হায়দারাবাদ: নতুন তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ভারতের অন্ধ্রপ্রদেশের ১০ জন বিধান সভার সদস্য এবং একজন রাজ্য সভার সদস্য একযোগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এরা সবাই তেলেঙ্গানা থেকে নির্বাচিত এমপি।



রাজ্য সভার সদস্য ড. কেশব রাও বলেন, ‘আমরা জনপ্রিয়তা লাভের জন্য কোনো খেলা খেলছি না। আমি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি তা এখন পর্যন্ত জনগণ বিশ্বাস করছে না। ’

সোমবার সকালে লোকসভার স্পিকার মিরা কুমাররের সঙ্গে নির্ধারিত বৈঠকে যাননি। এই ব্যাপক ভিত্তিক পদত্যাগের হুমকি সরকারকে তুমুলভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।
 
যখন লোকসভার এমপিরা বেলা ৩টার দিকে স্পিকার মিরা কুমারের সঙ্গে দেখা করতে যায় তখনই ওই সংবাদ সঠিক প্রমাণিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।