ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসা শেষে দেশে ফিরলেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১১
চিকিৎসা শেষে দেশে ফিরলেন শ্যাভেজ

কারাকাস: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবাতে একমাস চিকিৎসা নেওয়ার পর সোমবার দেশে ফিরেছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর জানিয়েছে।



শ্যাভেজ চিকিৎসার জন্য ৮ জুন কিউবা যান। তবে তার রোগ আসলে কী ছিল সে ব্যাপারে তখন স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
 
রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে দেখানো হয়, শ্যাভেজ কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর উদ্দেশে হাত নেড়ে বলছেন, ‘বিদায়’। এরপরই তিনি কারাকাসের বাইরে মাইকুয়েশিয়া বিমানবন্দর ত্যাগ করেন।

ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উদযাপনের একদিন আগে শ্যাভেজ দেশে ফিরলেন। ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পর নীল এবং সাদা ট্রাকস্যুট পরিহিত শ্যাভেজ কারাকাসের কাছে বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন।

রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সোমবার বিকেলে ৫৬ বছর বয়সী শ্যাভেজকে প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দায় দেখা গেছে।  

ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জুয়া বলেছেন, ‘প্রেসিডেন্ট দেশে ফিরেছেন এজন্য আমরা আনন্দিত। ’  

তিন সপ্তাহ আগে দেশ ত্যাগ করার পর ধারণা করা হয়েছিল পেটের ফোঁড়া অপারেশনের জন্য শ্যাভেজ চিকিৎসা নিতে দেশের বাইরে গেছেন।

গত সপ্তাহে জানা যায়, অস্ত্রোপচারের মাধ্যমে শ্যাভেজের ক্যানসারের রুপ নেওয়া একটি টিউমার অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।