ব্যাংকক: থাইল্যান্ডের শেয়ারবাজারে সোমবার সূচকের ঊর্ধ্বগতি দিয়ে দিন শেষ হয়েছে। এদিন সূচক ৫ শতাংশ বেড়ে যায়।
থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বে ফিউ পার্টি নির্বাচনের জেতার পর অপর চারটি দলের সঙ্গে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ পাঁচদলীয় জোট এখন সংসদের নিম্নকক্ষে ৫০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে প্রতিনিধিত্ব করছে।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর থাইল্যান্ডে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল এ সাধারণ নির্বাচনের পর তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। আর সেই প্রেক্ষিতেই দেশটির পুঁজিবাজার হঠাৎ করেই চাঙ্গা হয়ে উঠছে।
রাজনৈতিকভাবে দ্বিধাভিক্ত দেশটিতে নির্বাচনের পর স্থিতিশীলতা ফিরে এসেছে এই ধারণা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।
রোবাবের ভোটের পর ‘দ্য স্টক এক্সচেঞ্জ অব থাইল্যান্ডে’র (সেট) সূচকের মাত্রা শতকরা ৪ দশমিক ৬৯ এ শেষ হয়।
থানাচার্ট সিকিউরিটিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিচাই লার্টসুপোংকিত বলেন, ‘ফিউ থাই পার্টি পাঁচ দলের সমন্বয়ে জোট সরকার গঠণের ঘোষণা দেওয়ার পর হঠাৎ করে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদে¦গ কেটে গেছে। ’
বিদায়ী প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা তার পরাজয় মেনে নিয়ে বিজয়ী ইংলাককে শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিত সোমবার সকালে তার দলের প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন।
এদিকে থাইল্যান্ডের মুদ্রা বাজারেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মার্কিন ডলারের বিপরীতে থাই বাথের দাম বেড়েছে। সোমবার বিকেল পর্যন্ত বাথ লেনদেন হয়েছে এক ডলারের বিপরীতে বাথ ৩০ দশমিক ৪৭ থেকে ৪৯ যা বৃহস্পতিবার ছিল ৩০ দশমিক ৮০ থেকে ৮২।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১