ঢাকা: যদি এমন হতো, বিমান আকাশে তো উড়বেই উপরন্তু হাঁসের মতো জলে ভাসবে, গাড়ির মতো স্থলেও চলবে। আবার এর ডানাগুলো ভাঁজ করা যাবে।
এমন ভাবনা হয়ত স্বাপ্নিক মানুষের কপোল কল্পিত বলে মনে হতে পারে। কিন্তু না এটা এখন আর স্বপ্ন নয়। খুব শিগগিরই এরকম বিমান আকাশে উড়তে দেখা যাবে।
গত তিন বছর ধরে আমেরিকার হালকা খেলনা বিমানের একটি নমুনা নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সালের মাঝামাঝিতে এ ধরনের বিমান উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে।
দুই আসন বিশিষ্ট আইকন-এ৫ মডেলের এ বিমানটি উদ্ভাবন করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক আইকন এয়ারক্রাফট। পানিতে বা ডাঙ্গায় যেখানেই থাকুক মাত্র পাঁচ মিনিটের মধ্যে ককপিট থেকে ডানাগুলো গুটিয়ে নেওয়া যাবে।
নতুন এ উভচর বিমানের প্রযুক্তিগত উন্নয়ন, প্রস্তুতি প্রক্রিয়া এবং উৎপাদনের জন্য যথেষ্ট তহবিল সঞ্চয়ের জন্য গত সপ্তাহেই ২ কোটি ৫০ লাখ ডলারের ইকুইটি শেয়ার বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
এতে অর্থায়ন করছে সত্যয়ন প্যাটেল এবং বার্ত বেকট। এদের উভয়ের ভোক্তাদের চাহিদা মতো পণ্য উৎপাদনে কোম্পানি সংগঠনের দক্ষতা রয়েছে।
অন্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন, গুগুলের চেয়ারম্যান এরিক স্মিদ, বোয়িং ফিল কনদিতের সাবেক প্রধান নির্বাহী এবং সিলিকন ভ্যানির আরো কয়েকজন সেরা পুঁজি বিনিয়োগকারী।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১