ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১১
ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৩৫

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের একটি শহরে একটি সরকারি ভবন লক্ষ্য করে চালানো দুটি বোমা বিস্ফোরণে মঙ্গলবার কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে তাজ শহরে পৌরভবনে এ হামলা চালানো হয়। ইরাকের  উপ-স্বাস্থ্যমন্ত্রী খামিস আল-সাদ জানান,তাজিতে বোমা হামলায় নিহতের সংখ্যা ৩৫।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ২৭ বলে জানিয়েছিল। পৌরসভার প্রধান রাদ আল -তামিমি জানান, কর্মকর্তারা এবং পুলিশ দাপ্তরিক কাজকর্মে ব্যস্ত থাকায় ঘটনাস্থল তখন কোলাহলপূর্ণ ছিল।     

এছাড়া ইরাকে সোমবারে বোমা হামলা এবং বন্দুকের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

সংখ্যার বিচারে জুন ইরাকের বেসামরিক লোকজনের জন্য মারাত্মক রক্তক্ষয়ী একটি মাস।
সরকারি নথিতে দেখা যায়, জুনে ইরাকে মোট নিহত লোকের সংখ্যা ২৭১ জন- যা মে মাসের থেকে শতকরা ৩৪ ভাগ বেশি। জুনে ১৪ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছে- যা ২০০৮ এর জুন থেকে এ যাবৎ মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস।

উল্লেখ্য, এ বছরের শেষ দিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরাক এজন্য আল কায়েদাকে দায়ী করলেও যুক্তরাষ্ট্র বলছে ইরান সমর্থিত জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।