ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আততায়ীর গুলিতে হামিদ কারজাইয়ের ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
আততায়ীর গুলিতে হামিদ কারজাইয়ের ভাই নিহত

ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎ ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান।



প্রেসিডেন্ট মুখপাত্র ওয়াহিদ ওমর জানান, হামিদ কারজাইয়ের নিহত ভাইয়ের নাম আহমাদ ওয়ালি কারভাই। তিনি কান্দাহার প্রাদেশিক কাউন্সিলের নেতা। তিনি একজন বিতর্কিত নেতা। পশতুন জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ে তিনি ছিলেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কান্দাহারে নিজ বাড়িতে তার দেহরক্ষী তাকে খুন করে।

সমালোচকরা বলছেন, ওয়ালি একজন যুদ্ধবাজ নেতা। দুর্নীতি ও মাদক ব্যবসার সঙ্গে তিনি সরাসরি জড়িত। তার নিজস্ব সামরিক বাহিনীও আছে।

প্রেসিডেন্ট কারজাই বারবার তার পক্ষে কথা বলে আসছেন। ওয়ালির বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তার ভাই কোনো অপরাধমূলক তৎপরতায় জড়িত নন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।