সিউল: রক্ষণশীল সমাজতান্ত্রীক রাষ্ট্র উত্তর কোরিয়ায় শাখা খুলতে যাচ্ছে কোকাকোলা এবং কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। অতি সম্প্রতি দেশটির সরকার রাজধানী পিয়ংইয়ংয়ে এই দুই পশ্চিমা প্রতিষ্ঠানকে শাখা খোলার অনুমতি দিয়েছে।
গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এই প্রতিষ্ঠান দু‘টির ১০ জন নির্বাহী কর্মকর্তা রাজধানী পিয়ংইয়ং সফর করেন। উত্তর কোরিয়ার তেপুং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপের আমন্ত্রণে তারা এ সফরে আসেন। উত্তর কোরিয়ার এই কোম্পানিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আগামী সেপ্টেম্বরের শুরুর দিকেই শাখা খোলা হবে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাদের দুই অন্যতম প্রতীক কোমল পানীয় কোকাকোলা ও খাবারের জনপ্রিয় ব্র্যান্ড কেএফসি এবং আমেরিকান সংস্কৃতি প্রবেশের অনুমতি দেওয়ার মাধ্যমে দারিদ্র্য পীড়িত দেশটিকে বহির্বিশ্বের সামনে উন্মুক্ত করে দেবে।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) রাজধানী পিয়ংইয়ংয়ে স্থায়ী দপ্তর খোলার অনুমতি দিয়েছে। একই সঙ্গে সর্ববৃহৎ ব্রিটিশ বার্তা সংস্থা থমসন রয়টার্সের সঙ্গে ভিডিও বিনিময়েরও একটা চুক্তি করেছে উত্তর কোরিয়া।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১