ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

স্বামী হজে না যাওয়ায় ৩৩ কুয়েতি নারীর তালাকের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুলাই ৫, ২০১১

মানামা: কথা মতো সৌদি আরবের মক্কায় উমরাহ পালন করতে না যাওয়ায় কুয়েতের ৩৩ জন নারী তাদের স্বামীদের তালাক দেওয়ার আবেদন করেছেন। খবর গাল্ফ নিউজের।



স্বামীদের সবাই মক্কায় উমরাহ পালন করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। অথচ তা না করে তারা লেবাননে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন। কুয়েতের একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

আবদুল্লাহ আল শিবানি নামের ওই আইনজীবী বলেন, স্ত্রীদের কাছে মিথ্যা বলা ও তাদের সঙ্গে প্রতারণার কারণে অনেক পুরুষকে বিবাহিত জীবনের ইতি টানতে হয়।

মঙ্গলবার কুয়েতের আল সেয়াসাহ দৈনিকে ওই আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, চলতি বছর শুরুতে ৩৩ জন নারী আমার কাছে আসে তাদের স্বামীদের তালাক দেওয়ার আবেদন নিয়ে। ওই নারীরা এর কারণ ব্যাখা করে বলেন, তাদের স্বামীরা মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার কথা বলে লেবাননে গিয়ে নববর্ষ উদযাপন করে।            

শিবানি বলেন, দম্পতিদের কাছে বিবাহ একটি ফ্যাশন,  বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, বিবাহ বিচ্ছেদকে দম্পতির মধ্যে একটা হাল ফ্যাশন হিসেবে বিবেচনা করা হয়। সামান্য কারণেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে কুয়েতে।

বিবাহ নিবন্ধনকারীদের উদ্ধৃতি দিয়ে ওই পত্রিকার খবরে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীরা স্ত্রীদের বিরুদ্ধে খুবই তুচ্ছ অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা করে। যেমন, স্ত্রী তার স্বামীর অনুমতি না নিয়ে চুল রঙিন করলে বা স্ত্রীর মুখ থেকে দুর্গন্ধ বেরোলে।

কুয়েতে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ায় দেশটির ধর্মীয় নেতা এবং মানবাধিকার কর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।