কৈথাল: ৫০ বছর বয়সী স্বামীর সঙ্গে থাকতে রাজী না হওয়ায় কিশোরী মেয়েকে খুন করেছে তারই বাবা। ভারতের হরিয়ানা রাজ্যে কাসান গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই নিষ্ঠুর পিতা ইন্দ্র সিং গর্ব করে বলেন, জীবনের চেয়ে মান-সম্মান বড়। খুন হওয়ার আগে ওই মেয়ে পুলিশের কাছেও গিয়েছিল তার আত্মরক্ষার জন্য। কিন্তু পঞ্চায়েতের হস্তক্ষেপে তিনি বাড়ি ফিরে আসেন। কেউ কোন কিছু করার আগেই ওই মেয়েকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়।
গ্রামের পঞ্চায়েতের দাবি বিয়ে শান্তিপূর্ণভাবেই হয়েছিল। মেয়ে প্রথমে আপত্তি করলেও পরে রাজী হয়েছিল।
পুলিশ এই ঘটনা জানতে পারে শেষকৃত্যে শেষ হওয়ার একটু আগে।
কৈথালির পুলিশ সুপার সমীরদ্বীপ সিং বলেন, আমরা যখন ওই ঘটনার তদন্ত প্রতিবেদন তালিকাভুক্ত করতে যাই তখন ওই মেয়ের মৃতদেহ তার ঘরে শোয়ানো ছিল। আমাদেরকে জানানো হয় এটা একটি হত্যার ঘটনা। আমরা বিষয়টি তালিকাভুক্ত করি। ঘটনার তদন্ত চলতে থাকে।
মেয়ের মা স্বীকার করেছেন মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বয়সী একজনের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল। এই বিয়েতে তার আগ্রহ ছিল না বলেন মা। মেয়ের কাকা এবং বাবা আত্মসমর্পণ করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১