ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তান মিশনের সমাপ্তি ঘটাল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জুলাই ৬, ২০১১
আফগানিস্তান মিশনের সমাপ্তি ঘটাল কানাডা

অটোয়া: আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করছে কানাডা। এর মাধ্যমে আফগানিস্তানে গত নয় বছরের সম্মুখ যুদ্ধের মিশনের সমাপ্তি ঘটাতে যাচ্ছে দেশটি।

বুধবার সেনারা দেশে ফেরা শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার পতাকা অবনমন অনুষ্ঠানে দায়িত্বে থাকা সর্বশেষ জেলাটির নিয়ন্ত্রণভার কানাডীয় সেনারা মার্কিন বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

উল্লেখ্য, কানাডার সংসদ আফগানিস্তানে অবস্থানরত দুই হাজার ৮০০ সেনা ২০১১ সালের মধ্যেই ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম এবং ব্রিটেনও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে কানাডাই প্রথম দেশ যে এবছরই সব সেনা একসঙ্গে প্রত্যাহার করছে।

প্রসঙ্গত, ২০০২ সালে আফগানিস্তানে মার্কিন হামলার মাত্র কয়েক মাস পরেই কানাডা সেখানে সেনা পাঠায়। তবে তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় আরো পরে, ২০০৬ সালে।

কানাডার এ মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আগামী বৃহস্পতিবার।

এ উপলক্ষে সম্মুখ অভিযানের ঘাঁটি কান্দাহার প্রদেশের মা সুম ঘারে বিদায় অনুষ্ঠানে আফগান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ হাবীবি কানাডীয় সেনাদের বিদায়ী সংবর্ধনা দেন।

তবে কানাডার একটি প্রশিক্ষণ মিশনের ৯৫০ জন সেনা স্থানীয় নিরাপত্তায় আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে আফগানিস্তানে থেকে যাচ্ছে।

২০১২ সালের মধ্যে দুই ধাপে ৩৩ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।