দুবাই: মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামী আগস্ট থেকেই। আর গত ২৬ বছরের মধ্যে এবারই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় উপবাস করতে হবে।
দুবাইয়ে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজে পঞ্জিকা বিভাগের প্রধান আশরাফ নুরুল হক আশরাফ জানান, এবারের রমজান মাসের প্রথম দিনটি হবে সবচেয়ে দীর্ঘ। এদিন মুসলিমদের উপবাস করতে হবে ১৪ ঘণ্টা ৫০ মিনিট। গত ২৬ বছরের রমজানে এটিই হবে সবচেয়ে দীর্ঘ দিন। গালফনিউজকে তিনি জানান, এবার সবচেয়ে স্বল্পদৈর্ঘ রোজাটি হবে ১৪ ঘণ্টা।
অপর দিকে, আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, এবারের রমজান মাসটি হবে এ গ্রীষ্মের উষ্ণতম মাস। এ মাস জুড়ে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১