নুরিস্থান: আফগান সীমান্তে আকস্মিক তালেবান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। নিহতদের মধ্যে ৩৩ জন আফগান পুলিশ এবং ৫ জন বেসামরিক রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
আফগানিস্থানের পূর্বাঞ্চলের নুরিস্থান প্রদেশের কামদেশে বুধবার এ ঘটনা ঘটে।
নুরিস্থান প্রদেশের গভর্নর জামালউদ্দিন বদর বলেন, ‘গত দুই দিনে সীমন্তবর্তী এলাকায় সংঘর্ষে প্রায় ৪০ জন বিদ্রোহী মারা গেছে। ’
কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে নিহতের সংখ্যা ১২ জন পুলিশ এবং অন্য ৫ জন আহত বলে বলা হয়েছে।
মঙ্গলবার ডজনখানেক বিদ্রোহী পাকিস্তান হতে সীমান্ত অতিক্রম করে আফগানিস্থানে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মৃত বিদ্রোহীরা বেশিরভাগই পাকিস্তানী তালেবান বলেও জানান বদর।
আফগানিস্থান এবং পাকিস্তান সীমান্তের সংঘর্ষের ফলে দুইশর বেশি আফগান পরিবার পালিয়ে অন্যত্র চলে গেছে।
আফগান কর্তৃপক্ষের মতে, সীমান্ত অঞ্চলের সংঘর্ষ দুদেশের মধ্যকার সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করছে।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আফগানিস্থানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে সীমান্তবর্তী সংঘর্ষের ঘটনাকে মারাত্বক বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১১