নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মরণ পদত্যাগ করেছেন। সম্প্রতি ভারতে ২জি স্পেক্ট্রাম টেলিকম লাইসেন্স দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনি পদত্যাগ করলেন।
ক্ষমতাসীন ইউপিএ জোটের অন্যতম শরীক ডিএমকে’র একজন প্রভাবশালী নেতা দয়ানিধি। তারই সহকর্মী সাবেক টেলিকমমন্ত্রী আনদিমুঠু রাজা একই অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। এ দুর্নীতিতে দ্বিতীয় মন্ত্রী হিসেবে মরণ পদত্যাগ করলেন।
কয়েক হাজার কোটি ডলারের এই দুর্নীতির কারণে ভারতের ক্ষমতাসীন সরকারের ভাবমূর্তি দেশে-বিদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় রাষ্ট্রীয় হিসাব নীরিক্ষক জানিয়েছেন, এ দুর্নীতির কারণে দেশ ৩ হাজার ৯০০ কোটি ডলার রাজস্ব হারিয়েছে। এ অর্থ দেশটির বাৎসরিক সামরিক বাজেটের সমপরিমাণ।
মরণ অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১