ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনের সব স্কুলে শেখানো হবে চীনা ভাষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
সুইডেনের সব স্কুলে শেখানো হবে চীনা ভাষা

স্টকহোম: এই দশকের মধ্যে সুইডেনের সব স্কুলে চীনা ভাষা শেখানো হবে। চীনাদের প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষমন্ত্রী জেন জোয়েরকলুনড।



বুধবার অর্থনীতি পত্রিকা ড্যাগেন ইন্ডাস্ট্রিকে মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভাষা শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমি চাই সুইডেন ইউরোপের প্রথম দেশ হবে, যেদেশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে চীনা ভাষা শেখানো হয়। ’

জেন জোয়েরকলুন্ড সুইডেনের প্রোগেস পার্টির প্রধান। তিনি দেশটির ক্ষমতাসীন জোটের একজন জুনিয়র সদস্য।

তিনি আরও বলেন, ‘ব্যবসায়িক দুনিয়াতে সবাই ইংরেজিতে কথা বলে না। উচ্চ মানসম্পন্ন ব্যবসায়িক কাজকর্ম এখন ইউরোপ ছেড়ে চীনের দিকে যাচ্ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ফ্রেঞ্চ বা স্প্যানিশ ভাষার চেয়ে চীনা ভাষা খুব বেশি গুরুত্বপূর্ণ। ’

বর্তমানে সুইডেনের স্কুলগুলোতে বিদেশি ভাষার মধ্যে প্রধানত ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয়। এরপরেই স্প্যানিশ, জার্মান এবং ফ্রেঞ্চ।
 
তবে জোয়েরকলুনড স্বীকার করেছেন, এ রকম উদ্যোগের জন্য অনেক রসদের প্রয়োজন হবে। বিশেষ করে চীনা ভাষা শিখাতে পারেন এমন শিক্ষক নিয়োগের বিষয়টি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।

যাই হোক এক দশকের মধ্যেই সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ বছরের মধ্যে সব মাধ্যমিক বিদ্যালয় চীনা ভাষা শিক্ষাদানে উপযুক্ত করে তোলা উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।