এডেন: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের অতর্কিত হামলায় ১০ জন সেনা প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের ওই এলাকায় জিহাদি গ্রুপগুলোর শক্ত ঘাঁটি রয়েছে।
একজন কর্মকর্তা জানান, বুধবার আবিয়ান প্রদেশের উত্তরাঞ্চলীয় লোদার শহরে টহলরত সেনাদের একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা এলোপাতারি গুলি করলে ওই সেনারা নিহত হয়।
একজন চিকিৎসক জানান, গাড়ির চালক প্রাণে বেঁচে গেলেও তার জখম গুরুতর।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনজন সশস্ত্র বন্দুকধারী সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। তারা লোকজনকে নিহত সেনাদের লাশ নিতে বাধা দেয়। তারা শুধু গাড়ির চালককে লোদারের হাসপাতালে নেওয়ার অনুমতি দেয়।
হাসপাতালের একজন কর্মকর্তা জানান, আহত চালককে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ১০ সেনার লাশও হাসপাতালে রয়েছে।
জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আল কায়েদা জঙ্গিরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করেছে।
ইসলামি আইন বাস্তবায়নের দাবিতে শরিয়া মুভমেন্টের সমর্থকরা ২৯ মে থেকে লোদারের কাছে দক্ষিণাঞ্চলীয় জিঞ্জিবার শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর পর থেকেই ইয়েমেনের নিরাপত্তাবাহিনী তাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে।
ইয়েমেনের সরকার বলছে, জঙ্গিরা আল-কায়েদার সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, জিহাদিদের হুমকির দোহাই দিয়ে সালেহকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১