ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাত ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে ফের কাঁপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সাত ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে ফের কাঁপলো জাপান ছবি: সংগ্রহীত

ঢাকা: জাপানে গত সাত ঘণ্টায় মাঝারি আকারের তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে সর্বনিম্ন ভূকম্পনটির মাত্রা ছিলো চার দশমিক পাঁচ এবং সর্বোচ্চ পাঁচ দশমিক এক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভূমিকম্পগুলো আঘাত হানে। সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫২ মিনিটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, জাপানের নাজি এলাকায় মঙ্গলবারের প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনটির মাত্রা ছিলো ৫ দশমিক ১। এরপর জাপানের হোসিজোজি-জিমো ও ইয়াক্সিশিরোতে যথাক্রমে ৪ দশমিক ৫ এবং ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবারের ভূমিকম্পে অবশ্য হতাহতের কোনো খবর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।