ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র

হামা: সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সরকার।

সিরিয়ার শহর হামাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ভ্রমণকে কেন্দ্র করেই এ অভিযোগ করছে সিরীয় কর্তৃপক্ষ।



সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় হতে জানানো হয়, ‘হামাতে রবার্ট ফোর্ডের ভ্রমণই প্রমান করে যে তারা সিরিয়ার বিদ্রোহীদের সাথে জড়িত। ’

এর আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ হতে মি: ফোর্ডের সিরিয়া সফরকে প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশের সফর বলে উল্লেখ করা হয়।

হামা শহরের কয়েকশত বাসিন্দা সরকারী বাহিনীর আক্রমনের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে।

হামাতে সরকারী বাহিনীর হাতে এপর্যন্ত ২২ জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সাংবাদিক কিম ঘ্যাটস বলেন, ‘হামাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সফর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হামা শহরে আক্রমন করা থেকে বিরত রাখতে পারে। ’

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের হামা সফর স্পষ্টতই প্রমান করে যে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের পেছনের শক্তি হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দুদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে। ’

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ স্থানীয় গভর্নর আহমেদ খালেদ আবদেল আজিজকে বিদ্রোহীদের প্রতিহত না করতে পারার অপরাধে বরখাস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।