ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সম্পর্ক মেরামতে সৌদিতে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
সম্পর্ক মেরামতে সৌদিতে ওবামা ছবি: সংগ্রহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন ‍প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (এপ্রিল ২০) দিনের প্রথমভাগে রিয়াদে অবতরণ করে তাকে বহনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্লেন এয়ারফোর্স ওয়ান।

সিরিয়া এবং ইয়েমেন ইস্যুসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে রিয়াদ-ওয়াশিংটনের মতপার্থক্য কমিয়ে আনার প্রয়াস থেকে ওবামার এই সৌদি আরব সফর বলে মনে করা হচ্ছে।
 
সফরে ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার (এপ্রিল ২১) উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গেও এক সম্মেলনে অংশ নেবেন।

সফরে ওবামার সঙ্গে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কুচার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।