ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের বিমানবন্দরে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের বিমানবন্দরে সতর্কতা

নয়াদিল্লি: সন্ত্রাসী হামলার আশঙ্কায় বৃহস্পতিবার উচ্চ সতর্কতা জারি করে সারা দেশের বিমান বন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ভারত।

সীমানার মধ্যে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে সন্ত্রাসীরা গায়ে বেঁধে অথবা অস্ত্রোপচার করে শরীরে বিস্ফোরক নিয়ে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র এমন সতর্কতা জারি করার পরপরই ভারত একই ব্যবস্থা গ্রহণ করল।



যুক্তরাষ্ট্রের সর্বশেষ গোয়েন্দা তথ্য মতে, সন্ত্রাসীরা বিশ্বজুড়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিয়েছে। এরা বিশেষত পাকিস্তান এবং আফগানিস্তান কেন্দ্রীক সন্ত্রাসী গ্রুপ। তারা বিশেষ কায়দায় শরীরে অস্ত্রোপচার করে বোমা নিয়ে আন্তর্জাতিক বিমানযাত্রীদের ওপর হামলার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত সারা বিশ্বে বিমানপথে নিরাপত্তা প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে। কিন্তু আধুনিক স্ক্যানার মেশিনগুলো মানুষের শরীরের ভেতরে অস্ত্রোপচার করে রক্ষিত কোনো বিস্ফোরক সনাক্ত করতে পারে না।
 
নয়াদিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এই বিমানবন্দরগুলো থেকেই মূলত যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলো ছেড়ে যায়। সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতার কারণে এই দুই বিমানবন্দরের যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।