ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
অরুণাচল প্রদেশে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

 

বুধবার (২১ এপ্রিল) রাতের এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্রবল বর্ষণে প্রদেশের তাওয়াং জেলার ফামলা গ্রামে ভূমিধসে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই একটি ফাইভ স্টার হোটেলের কনস্ট্রাকশন কাজের শ্রমিক বলে প্রাথমিক জানা গেছে।

এদিকে, প্রবণ বর্ষণে তাওয়াংয়ের আশেপাশের এলাকায় বৈদ্যুতিক খুঁটি উল্টে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।