দিল্লি: ভারতে একই সপ্তাহে ২য় বারের মতো রেল দুর্ঘটনায় রোববার কমপক্ষে ৩১ জন যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
উত্তর প্রদেশের ফতেহপুরের কাছে ১৩ বগিসহ কলকা মেইল লাইন চ্যূত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম জানায়, ট্রেনটি কলকাতার হাওড়া থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছিল। তবে কেন ট্রেনটি লাইন চ্যূত হলো, তা এখনো পরিস্কারভাবে জানা যায়নি।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং উত্তর প্রদেশে ২য় বারের মতো রেল দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং রেল কর্তৃপক্ষকে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার পর পরই সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
ট্রেনের এক যাত্রী এক টেলিভিশন মাধ্যমকে বলেন, ‘আমরা আসনে বসে থাকার সময় হঠাৎ করে আমাদের বগি উপরে উঠে আবার নিচে পড়ে গেল। আমরা প্রাণে বাঁচতে জানালার কাচ ভেঙে নিচে লাফ দেই। ’
এবিষয়ে উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তা বিরিজ লাল বলেন, ‘আমরা বগি কেটে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছি। ’
এ ঘটনায় রেলের চালকও আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১