ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন দেশ দক্ষিণ সুদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
নতুন দেশ দক্ষিণ সুদান

জুবা: পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছে নতুন একটি দেশ। নাম দক্ষিণ সুদান।

সেইসঙ্গে অবসান হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। মূলত ২০০৫ সালে সম্পাদিত শান্তি চুক্তিই রাষ্ট্র হিসাবে দক্ষিণ সুদানের আবির্ভাবকে সম্ভব করে তোলে।

স্বাধীনতা প্রাপ্তি উপলক্ষে শুক্রবার রাজধানী জুবা-তে অনুষ্ঠিত হয় এক জমকালো অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির, জাতিসংঘের মহাসচিব বান কি-মুনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে রাজধানী জুবা মেতে ওঠে আনন্দ উৎসবে। শহরের কেন্দ্রে শুরু হয় ঘড়ির উল্টো গণনা। শূন্য উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই টেলিভিশনে বেজে ওঠে নতুন জাতীয় সঙ্গীত।

এর আগেই সুদান তার নতুন প্রতিবেশী হিসাবে দক্ষিণ সুদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩ তম স্বীকৃত রাষ্ট্র এবং আফ্রিকাতে এর স্থান ৫৩ তম।

বিবিসি’র সাংবাদিক উইল রস বলেন, ‘নানা সমস্যা থাকা সত্ত্বেও সারারাত বিজয় উৎসব করেছে দেশটির জনগণ। ’

তিনি বলেন, ‘লোকজন রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছে। পতাকা ওড়াচ্ছে, ঢোল ও বাদ্য যন্ত্র বাজিয়ে প্রেসিডেন্ট সালভা কির মায়ারডিটের নামে গান গাচ্ছে। ’

উল্লেখ্য, সুদানের সুবিধাভোগী উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্যের শিকার দক্ষিণ সুদানের স্বাধীনতাকামী জনতার গত কয়েক দশকের সংঘর্ষে প্রায় ১৫ লাখ মানুষ মারা যান।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই: ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।